
হাজীগঞ্জ উপজেলার শ্রীপুরে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে কৃষি জমিতে মিনি ড্রেজার দিয়ে চলছে মাটি উত্তোলন। হাজীগঞ্জের দেবপুর রোড (জোড় গেইটের সামনে) শ্রীপুর ব্লক ফ্যাক্টরি (এসএমকে ব্লক ফ্যাক্টরি সংলগ্ন পাটওয়ারী বাড়ির সাথেই ৫০শতাংশ কৃষি জমিতে মিনি ড্রেজার দিয়ে এই মাটি কেটে অন্যত্র বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভূমি মালিক ভূক্তভুগী দেলোয়ার হোসেন (৩৫) নূরুল ইসলাম (৫০) আবুল কালাম (৪২) জানায়, আরএস ও দলিল মুলে উক্ত জমির মালিকানায় ওয়ারিশসহ আমার ৫১ জন। ভুলক্রমে বিএস-এ আবু ইউসুফ পাটোয়ারী গংদের নাম হওয়ার এ বিষয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা রায়ের অপেক্ষায় আছে। মামলার রায় আবু ইউসুফ পাটোয়ারী গংদের বিপক্ষে যাবে বিধায় ইউসুফ পাটোয়ারী এই জমিতে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনে করে বিক্রি করে দিচ্ছে।
গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি অভিযোগের প্রেক্ষিতে হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি'র নির্দেশে ১৪ সেপ্টেম্বর রবিবার স্থানীয় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নূরুল আলম চৌধুরী ঘটনাস্থলে গিয়ে কৃষি জমির মাটি উত্তোলন নিষেধ করলে তা সাময়িক বন্ধ থাকে। কিন্তু
ভূমি কর্মকর্তা স্থান ত্যাগ করার কিছুক্ষণ পর আবার ড্রেজার দিয়ে রাতভর বালি উত্তোলন ইউসুফ পাটোয়ারী।
এ বিষয়ে ইউসুফ পাটোয়ারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই জমি আমার আমি একটি কবরস্থানের জন্য মাঠি দিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : উজ্ব্বল হোসাইন
ভিজিট : www.dailyruposhibangla.com