চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় আবাসিক মাদরাসার এসির আউটডোরে আটকা পড়া মো. রায়হান নামের ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (৫ অক্টোবর) সকালে টোরাগড় এলাকার আল ইহসান মাদরাসায় এই ঘটনা ঘটে। শিশুটির সহপাঠীরা জানায়, ওই মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী রয়েছে। সকাল ৯টায় ঘুমানোর সময়। সবাই যখন ঘুমে তখন রায়হান নামের শিশুটি কীভাবে সানশেটে চলে যায় কেউ বলতে পারে না। তবে ধারণা করা হচ্ছে, সে পালাতে গিয়ে সেখানে আটকে পড়ে। মাদ্রাসার শিক্ষকেরা রায়হানকে নামাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে শিশুটিকে উদ্ধার করে।
শিশুর মা মাহমুদা বেগম বলেন, দুই দিন আগে রায়হানকে এ মাদরাসার হেফজ বিভাগে ভর্তি করা হয়। সকালে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা। ফায়ার সার্ভিসের সদস্যরা রয়হানকে সুস্থ অবস্থায় উদ্ধার করায় কৃতজ্ঞতা জানান তিনি। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে শিশুটিকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।
সম্পাদক ও প্রকাশক : উজ্ব্বল হোসাইন
ভিজিট : www.dailyruposhibangla.com