চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, চাঁদপুর সদর, চাঁদপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে শুধু পাঠ্যপুস্তক নয়, প্রয়োজন প্রেরণা ও পৃষ্ঠপোষকতা। আজকের এই শিক্ষা উপকরণ হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু এটি একজন শিক্ষার্থীর মনে আত্মবিশ্বাস ও উৎসাহ জোগাবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন এবং ঝরে পড়া রোধে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী শুধু ভালো ফল করলেই হবে না, তাকে ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। এজন্য প্রয়োজন শিক্ষক-অভিভাবক এবং প্রশাসনের সম্মিলিত ভূমিকা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মুহাম্মদ আলী জিন্নাহ, উপসহকারী প্রকৌশলী আহম্মদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : উজ্ব্বল হোসাইন
ভিজিট : www.dailyruposhibangla.com