কিংবদন্তি লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া দশটার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহে ওয়া ইন্না… রাজিউন)। তার বয়স হয়েছির ৭১ বছর। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী ফরিদা পারভীনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছিলেন ফরিদা পারভীন। ১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায় ফরিদা পারভীনের জন্ম। পারিবারিক সূত্রেই এসেছেন গানের ভুবনে। এরপর গানের সাথে কাটিয়েছেন ৫৭ বছর।
মাত্র ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়। ক্যারিয়ারের শুরুতে দেশাত্মবোধক গান গেয়ে খ্যাতি পাওয়া ফরিদা পারভীন লালন সংগীতের মাধ্যমে নিজেকে পরিচিতির শিখরে পৌঁছে দেন। ১৯৭৮ সালে একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত এই শিল্পী ভবিষ্যৎ প্রজন্মকে লালনের গানের প্রতি উৎসাহী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সম্পাদক ও প্রকাশক : উজ্ব্বল হোসাইন
ভিজিট : www.dailyruposhibangla.com