অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বেশিরভাগ দুর্যোগ মনুষ্য তৈরি। এটি আমাদের মোকাবেলা করতে হবে। এ ছাড়া আমাদের এ মুহূর্তে ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। সোমবার রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যৌথ আয়োজনে 'নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স : মিডিয়া রিপোর্টিং' শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, জলবায়ু নিয়ে কথাবার্তা বলি, কাজ কম করি। কয়েকটি দেশতো এটাতে টাকাই খরচ করে না। এটা এতই গুরুত্বপূর্ণ যে, এটি যদি সঠিকভাবে না করি, তাহলে ভবিষ্যত প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। পটুয়াখালী ও পাথরঘাটার মতো এলাকা এখনো সেভাবে নজরে আসেনি। তিনি বলেন, ভি-২০ একটি বৈশ্বিক জোট আছে। সেখানে অনেক দেশের লোক থাকে, দাতা সংস্থা থাকে। সবচেয়ে বড় গ্যাপ হলো সিরিয়াসনেসের অভাব। অর্থ উপদেষ্টার মতে, পাঁচটা পার্টি যদি এক না হয়, জলবায়ু সংকট মোকাবিলা করা যাবে না। বিজ্ঞানী, পলিসি মেকার, প্রতিষ্ঠান, অর্থের সংস্থা আর সবচেয়ে জরুরি হলো জনগণ। জনগণ সবার আগে এগিয়ে আসে। ফায়ার সার্ভিসের লোক ঢাকা থেকে যাবে, টিএনও লোক পাঠাবে এগুলোর আগে জনগণ পৌঁছে যাবে।
তিনি বলেন, মানুষের তৈরি দুর্যোগ বাংলাদেশে কম না আর প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। দুটোই মোকাবিলা করতে হবে। সালেহউদ্দিন আহমেদ বলেন, ৩০ বিলিয়ন ডলার দরকার। এক বিলিয়ন ডলার আইএমএফ থেকে আনতেই কষ্ট হয়ে যায়। বেশিরভাগ দুর্যোগ মনুষ্য তৈরি। এটি আমাদের মোকাবিলা করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : উজ্ব্বল হোসাইন
ভিজিট : www.dailyruposhibangla.com